সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ১৫ জন আহত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে চারজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ চারজন হলেন তহুদ ইসলাম (১৮), আব্দুল হক (৪২), নাহিদ (২০) ও এহিয়া খান (৬৫)। তাঁদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামের আরজু খান ও ফিরোজ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল সোমবার বিকেলের পর থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যার পরে তা সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে রূপ নেয়। এ সময় দুই পক্ষের চারজন গুলিবিদ্ধসহ মোট ১৫ জন আহত হয়।
খবর পেয়ে দিরাই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর মধ্যেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কেউ আটক হয়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে কয়েকজন আহত হয়েছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।