সুনামগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী নিহত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ঝগড়ার জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বামী ও স্ত্রী। উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩২) এবং তাঁর স্ত্রীর নাম মোর্শেদা বেগম (২৮)। এই দম্পতির চার সন্তান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা বিক্রি নিয়ে কিছু দিন আগে চাচাতো ভাই রাসেল মিয়ার দ্বন্দ্ব শুরু হয়। বিক্রয় করা জায়গায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে এর আগের দিন ঝগড়া হয়। এর জের ধরে গতকাল রাত ৯টার দিকে রাসেল মিয়া আলমগীর হোসেনের ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় আলমগীরের স্ত্রী মোর্শেদা বেগম তাঁকে থামানোর চেষ্টা করলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত দুজনকে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তাদের মৃত্যু হয়। পরে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ নিহত দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত দম্পত্তির লাশ পুলিশের হেফাজতে রয়েছে। অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।