সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ তাদের বাধা দিয়ে কার্যালয়টি ঘিরে রাখে।
পরে কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েসের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনসার উদ্দিন, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।