সেনাসদস্য হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড
সেনাসদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় আট আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ আদেশ দেন।
নিহত সাইফুল ইসলাম সাইফের গ্রামের বাড়ি ঝিনাইদহে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল আর্মি মেডিকেল সেন্টারে সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে কর্মরত ছিলেন।
২০১৮ সালের ১৮ আগস্ট রাতে সাইফ তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে একদল ডাকাত গতিরোধ করে। এ সময় শিশুসন্তানেরা চিৎকার করলে তাদের সাইফসহ সবাইকে কুপিয়ে আহত করে ডাকাতেরা।
পরে ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেনাসদস্য সাইফুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ হাফিজ উদ্দিন বিশ্বাস হত্যা মামলা দায়ের করেন।