সেহেরিতে ভাত রান্না নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
পিরোজপুর সদর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, সেহরিতে মোটা চাল ও চিকন চালের ভাত রান্নাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪)। তিনি মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার ছেলে। অভিযুক্ত ছোটভাইয়ের নাম মোহাম্মদ আলী (২২)। এরই মধ্যে পিরোজপুর শহর থেকে আজ শুক্রবার সকালে তাঁকে আটক করেছে পুলিশ।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, আজ শুক্রবার সেহরির সময় মোটা চাল ও চিকন চালের ভাত রান্নাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোটভাই মোহাম্মদ আলী দা দিয়ে বড়ভাই হেলাল উদ্দিনকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলেছে।