সোনাইমুড়ীতে নির্বাচনের তিন দিন পর মেম্বার প্রার্থীর মরদেহ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনের তিন দিন পর মাছের প্রজেক্ট থেকে এক ইউপি সদস্য প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯ টার দিকে জহিরুল ইসলাম (৫৩) নামে ওই প্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, শনিবার দিবাগত রাতে মোবাইলে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।
নিহত জহিরুল সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হায়াত আহমদের ছেলে। গত বুধবার ওই ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করে পরাজিত হন তিনি।
নিহতের ছোট ভাই জাকির বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে কে বা কারা আমার ভাইকে মুঠোফোনে কল করে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকাল ৬ টার দিকে রাস্তার পাশে একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহালের জন্য থানায় রাখা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।