সোনাগাজীতে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুর রহিম সরকার এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল ওই কিশোরীর পরিবার তমিজ উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করে।
গ্রেপ্তার তমিজ উদ্দিন নয়ন ওই কিশোরীর বাবার চাচাতো ভাই। তিনি সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। অন্যদিকে, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
ওই কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে জোর করে স্থানীয় বাজারে নিজ দোকানে নিয়ে ধর্ষণ করেন তাঁর চাচা তমিজ উদ্দিন। এরপর ভয়ে এ ব্যাপারে এত দিন মুখ খোলেনি ওই কিশোরী। এর মধ্যে গতকাল সকালে বিষয়টি সে তার মাকে জানালে ঘটনাটি প্রকাশ পায়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। তবে তমিজ উদ্দিন প্রভাবশালী হওয়ায় কেউ তাঁর ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল পলাশ জানান, ওই কিশোরীর পরিবারের সদস্যরা মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তমিজ উদ্দিন নয়নকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।