সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসছে ভারতীয় পেঁয়াজ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অবশেষে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চালান আজ শনিবার দেশে আসতে শুরু করেছে।
সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল হোসেন জানান, সকাল থেকে আগের খোলা এলসির (ঋণপত্রের) পেঁয়াজ ঢোকা শুরু হয়। আজ বেলা ১১টার দিকে পেঁয়াজের প্রথম ট্রাক বন্দরে প্রবেশ করে।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু বলেন, ‘ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার আগে টেন্ডার করা, অর্থাৎ ১৪ সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজ রপ্তানিতে অনুমতি দিয়েছে ভারত। অনুমতির পর বেলা ১১টার দিকে পেঁয়াজের চালান বন্দরে আসতে শুরু করে এবং দুপুর ১টা পর্যন্ত পেঁয়াজবোঝাই আটটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে।’
আটকেপড়া সব ট্রাক বন্দরে পর্যায়ক্রমে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেন তৌফিকুর রহমান বাবু।
গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে সোনামসজিদ স্থলবন্দরের ভারতীয় অংশে পেঁয়াজবোঝাই দেড় শতাধিক ট্রাক আটকা পড়ে বলে জানান তৌফিকুর রহমান।
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানিয়েছেন, ভারতের মোহদীপুর স্থলবন্দরে আগে এলসি করা আটকেপড়া পেঁয়াজগুলো বাংলাদেশে পাঠানোর বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতির পরিপ্রেক্ষিতে শনিবার থেকে পেঁয়াজ ঢোকা শুরু হয়।
এদিকে, সোনামসজিদ স্থলবন্দরে ঢোকা পেঁয়াজবাহী ট্রাক থেকে পেঁয়াজ আনলোড করা শুরু হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন ভারতের মোহদীপুর স্থলবন্দরে আটকে থাকার কারণে বহু পেঁয়াজ নষ্ট হতে বসেছে।