স্কুলকক্ষে মিলল এক মাস ধরে নিখোঁজ ছাত্রীর গলাকাটা লাশ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিখোঁজের এক মাস পর স্কুলের কক্ষে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে নবম শ্রেণির এক ছাত্রীর লাশ। আজ বুধবার সকালে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ছাত্রীর নাম কাকলী। সে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে ভজন মিস্ত্রির মেয়ে এবং ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, আজ সকালে স্থানীয় শিশুরা সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের বলটি কিন্ডারগার্টেনের একটি কক্ষে গেলে সেই বল কুড়াতে গিয়ে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে শিশুরা।
পরে স্থানীয়রা এসে কাকলীকে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাকলীর গলাকাটা গলিত মৃতদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান ওসি।