স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে ‘চির বিদায়’ নিল এসএসসি পরীক্ষার্থী
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্কুলের বিদায় অনুষ্ঠান থেকে বাসায় ফিরে পৃথিবী থেকে ‘চির বিদায়’ নিল এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান মিম (১৫)। গতকাল সোমবার বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ কক্ষ থেকে মিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
মিম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
মিমের মা মরিয়ম বেগমের বরাত দিয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুর রশিদ জানান, টেইলার্সের দোকান থেকে মিমের পরীক্ষার সময় পরার জন্য নতুন পোশাক আনতে গিয়েছিলেন মিমের মা। এরপর বাড়ি ফিরে দেখেন, শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মিমের শরীর ঝুলছে।
ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
মিমের স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, গতকাল সোমবার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়, মিমও সেখানে ছিল। তবে বিদ্যালয়ে কারো সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর তিনি পাননি বলে জানিয়েছেন।