স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী
নরসিংদীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার রাতে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, শিশুটি আজ বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরছিল। পথে শিশুটির গতিরোধ করে আলামিন (৪০) নামের এক বখাটে। শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি কলাক্ষেতে নিয়ে যান।
‘এরপর গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করেন। পরে তাঁকে ফেলে রেখে পালিয়ে যান আলামিন। সময়মতো বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে থাকে। এর একপর্যায়ে বাড়ির কিছু দূরে ওই কলাক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজন।
প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে অবস্থার অবনতি হলে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নেয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’