স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
মুন্সীগঞ্জ সদরে পরকীয়ার জেরে স্বামী নাজির হোসেনকে হত্যার দায়ে স্ত্রীর নীলা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আ. হান্নান এ রায় ঘোষণা করেন।
রায়ে একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন শহরের মাঠপাড়া এলাকা থেকে দুই সন্তানের বাবা নাজির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে বৈদ্যুতিক তারে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে নাজিরকে হত্যার অভিযোগে স্ত্রী নীলাকে আসামি করে পরের দিন ২১ জুন মামলা করেন নিহত নাজিরের ভাই মো. জাহাঙ্গীর হোসেন। ওই ঘটনায় দীর্ঘ আট বছর পর বিচারিক কাজ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাদী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘স্ত্রীর নীলা বেগমের পরকীয়া সম্পর্কের কারণে বনিবনা হচ্ছিল না। তাই আমার ভাইকে হত্যা করে। দীর্ঘদিন ধরে তার ছেলেমেয়েকে আমি দেখাশোনা করছি। দীর্ঘ বিচার শেষে আজ আদালত উপযুক্ত রায় ঘোষণা করেছেন। এই রায়ে আমরা খুশি। অপরাধী তার প্রাপ্য বিচার পাবে।’