‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণ ফের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়’
সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের জনগণ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আজ শুক্রবার (১২ মে) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গরিবারঝিল ও নলুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানের সময় তিনি এ মন্তব্য করেন।
আমিনুল ইসলাম বলেন, ‘মহামারি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন সময়ে বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এটি শুধুমাত্র হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্যে।’ তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। শেখ হাসিনা আজ শুধু আমাদের নয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছেও বড় প্রেরণার নাম। আধুনিক, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের জনগণ ফের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়।’
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই এই দেশের মানুষের সুখ, দুঃখ ও সংকটে আওয়ামী লীগই পাশে ছিল। এই দল মানুষের পাশে আছে ও থাকবে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ধারণা করতে পারে বলেই এখনও আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় ও মানবিক রাজনৈতিক দল।’