হবিগঞ্জের কালারডোবা হাওরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
হবিগঞ্জের কালারডোবা হাওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতায় ৬টি দৌড়ের নৌকা অংশ নেয়। মোট ৪টি টানে বাইচ শেষ হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ওই নৌকাবাইচ দেখতে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থান থেকে আসা লোকজনদের ভিড়ে কালারডোবা হাওরের নিকটতম হবিগঞ্জ-বানিয়াচং সড়ক জনস্রোতে পরিণত হয়।
নৌকা বাইচের মুলতলী তৈরি করা হয় কালারডোবা সেতু সংলগ্ন। সেখান থেকে নৌকা গিয়ে হাওরের প্রায় ১ কিলোমিটার জায়গা বৈঠা বেয়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘কোন মেস্তরী নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও’ এই গানের সুরে সুরে প্রতিযোগিরা বৈঠায় টান মেরে নৌকা এগিয়ে নিয়ে চলে।
নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় লামা পৈল গ্রামের নৌকা, রানার্সআপ হয় সুবিদপুর ও দৌলতপুর গ্রামের নৌকা তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় এলইডি টেলিভিশন ও তৃতীয় পুরস্কার বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া অংশগ্রহকারীদের জন্য ছিল সৌজন্য পুরস্কার।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।