হবিগঞ্জের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে তিনিসহ জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন।
আজ সোমবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান। আজ পাওয়া রিপোর্টে জেলা প্রশাসকের করোনা শনাক্ত হয় এবং পরীক্ষার জন্য পুনরায় নমুনা পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তাঁরা সবাই মাঠপর্যায়ে কর্মরত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। এদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৪ জন, সরকারি কর্মকর্তা-কর্মচারী নয়জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।