হবিগঞ্জের হাওরে ঝড়ে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে চার নারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের সরাফত উল্লার স্ত্রী নেলি বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লার স্ত্রী হুরবানু (৪৫) এবং কবির আলীর স্ত্রী আয়াতুন নেছা (৩৫)।
হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ মোত্তালিব জানান, শিকারপুর গ্রামের জরিনা বেগম নিজের মেয়ের বিয়ের দাওয়াত দিতে নিকটাত্মীয় তিন নারীকে নিয়ে ছোট একটি নৌকায় বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। দাওয়াত দেওয়া শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গুঙ্গিয়াজড়ি হাওরে তাঁদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
খবর পেয়ে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে চার নারীর লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় চার নারী মারা গেলেও জরিনা বেগমের আট বছর বয়সি মেয়ে বেঁচে যায়।
আগামী শুক্রবার জরিনা বেগমের মেয়ে তৃণা বেগমের বিয়ে ঠিক হয়েছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল মো. রাফি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলে স্থানীয় ইউপি মেম্বার উদ্ধার হওয়ার তথ্য জানান। এ ঘটনায় চার জন নারী মারা গেছেন।
বাহুবল সার্কেলের এএসপি আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।