হবিগঞ্জের হাওরে বজ্রপাতে নিহত ২
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দত্তপাড়া ও পশ্চিম দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন পশ্চিম দুর্গাপুর গ্রামের আমীর হোসেন তালুকদারের ছেলে উসমান তালুকদার (২৬) ও দত্তপাড়া গ্রামের আরকান মিয়ার ছেলে রামিম মিয়া (১৬) ।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রসহ বৃষ্টিপাত হলে বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় বজ্রাঘাতে আহত হয় রামিম মিয়া। বজ্রপাতের শব্দ শুনেই সে পুকুরে লাফ দিলেও রেয়াই পায়নি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে বাড়ির পাশে গরু চড়ানোর সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন উসমান তালুকদার নামে এক কৃষক।
বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুজন নিহত হয়েছে। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।