হবিগঞ্জে একদিনে ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ২০ জনের করোনা শনাক্ত
হবিগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজির এবং আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালের একজন চিকিৎসকসহ ২০ জনের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর হাসপাতালের দুজন নার্স, দুজন ড্রাইভার, দুজন প্যাথলজিস্ট, দুজন ব্রাদার,দুজন ঝাড়ুদার-আয়া রয়েছে।
আজ শনিবার বিকেলে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে হবিগঞ্জে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, গত ২২ এপ্রিল ওই ব্যক্তিকে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতাল থেকে সিলেট পাঠানো হয়েছিল। তাঁর বয়স প্রায় ৩৫ বছর।
ডেপুটি সিভিল সার্জন জানান, লাশ সিলেট থেকে আসার সঙ্গে সঙ্গে হবিগঞ্জ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাঁর গ্রামে দাফন করা হবে। এ ছাড়া করোনা ছিল কি না, জানার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।