হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি
হবিগঞ্জের নবীগঞ্জে বাস চলাচলে প্রশাসনের বাধার প্রতিবাদে এবং সড়ক মহাসড়কে সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতেভোগান্তিতে পরতে হচ্ছে সব ধরনের যাত্রীদের।
জানা যায়, ধর্মঘটের কারণে আজ সকাল থেকে হবিগঞ্জ-সিলেটসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কপথে যাতায়াতে যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে পরিবহন ধর্মঘট আহ্বান করে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
এ সময় জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছে না। উপজেলা শহরে যানজটের অযুহাতে তারা টার্মিনালে বাস যেতে দেয়না। গত বুধবার হঠাৎ করে গাড়িগুলো আটকে দিয়ে জরিমানা করেছে। অথচ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক এগুলো শহরে যানজট সৃষ্টি করলেও তাদের বন্ধ করা হচ্ছেনা।’