হবিগঞ্জে চা শ্রমিকদের ধর্মঘট চলছে, রাস্তা অবরোধ বিক্ষোভ
দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে হবিগঞ্জের ২৪টি চা বাগানে শনিবার সকাল থেকে শ্রমিকদের ধর্মঘট চলছে। বেলা ১১টা থেকে তারা আন্দোলনে নামেন। বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগানে জড়ো হতে থাকেন বিভিন্ন বাগানের শ্রমিকরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন থেকে সরে আসবেন না বলে জানান।
শ্রমিকরা বলছেন, আপনারা খাবেন আর আমরা খাব না তা হতে পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দৈনিক ১২০ টাকা মজুরিতে তাদের খাবারই হয় না। তারা কি করে সন্তানদের লেখাপড়া শেখাবেন, ওষুধ কিনবেন আর কি দিয়েই বা জামাকাপড় কিনবেন। অতএব দৈনিক অন্তত ৩০০ টাকা হলে ঠিকমতো খাবার খেয়ে বাঁচতে পারবেন। মালিকপক্ষ শুধু আমাদের সাথে টালবাহানা করছে। কিন্তু আমাদের দৈনিক মজুরি বৃদ্ধি করছে না।