হবিগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শেষে সভাপতির মৃত্যু
হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বিকেল ৪টার দিকে তিনি হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
মৃত্যুকালে মিয়া মো. ইলিয়াছ স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বাবা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল জানান, বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে নেতাকর্মীদের বিদায় দিয়ে বাসায় যান জেলা যুবদল সভাপতি মিয়া মো. ইলিয়াছ। বাসায় গিয়েই বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসিম জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ও বাদ জোহর তার নিজ বাড়ি সদর উপজেলার জালালাবাদ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ছোট ভাই মো. সাজিদুর রহমান সাজু।