হাতির হামলায় প্রাণ গেল পথেই
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে রূপন তঞ্চঙ্গ্যা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি একই এলাকার মনি তঞ্চঙ্গ্যার ছেলে।
চন্দ্রঘোনা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ রূপন তঞ্চঙ্গ্যা বাজার করে রাইখালী কারিগরপাড়া পুনর্বাসন এলাকায় তাঁর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ওই ব্যক্তি বন্য হাতির পালের মুখে পড়ে যায়। এ সময় হাতির পাল আক্রমণ করে তাঁকে আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে আহত রূপন তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত ৯টায় পথে তিনি মৃত্যুবরণ করেন।
কাপ্তাই উপজেলার রাম পাহাড়-সীতা পাহাড় এলাকায় ১৫ থেকে ২০টি হাতির একটি দল নিয়মিতই চোখে পড়ে স্থানীয়দের। এই পালটি খাদ্যের সন্ধানে সড়কে নেমে এলে মুখোমুখি হয় পথচারীদের।