১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের ধর্মঘট
নরসিংদীতে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে ধর্মঘট পালন করছেন পাটকল শ্রমিকরা। বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ইউএমসি জুট মিলসের শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। ধর্মঘটে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলসের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। ধর্মঘটের ফলে মিলের সব ধরনের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ২৪ ঘণ্টার ধর্মঘট চলবে আগামীকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত।
ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকেই শ্রমিকরা মিলের প্রধান গেটের সামনে জমায়েত হতে শুরু করেন এবং দাবি আদায়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় ইউএমসি জুট মিলসের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, ননসিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাইউম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব, রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফের টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশন বাস্তবায়নসহ তাঁদের ১১ দফা ন্যায্য দাবি জানিয়ে আসছেন। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।