২০২৫ সালে ফ্রিল্যান্সিংয়ে আয় হবে ৫ বিলিয়ন ডলার : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০২৫ সালের মধ্যে দেশে আরও ১০ লাখ ফ্রিল্যান্সার তৈরি হবে। তাদের উপার্জিত অর্থের পরিমাণ ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’
নাটোরের সিংড়ায় আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দুদিনের চাকরি মেলা উদ্বোধনকালে জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট ব্যবহার করে গড়ে ওঠা মেধাবী তরুণরা চাকরি প্রার্থী নয়, চাকরিদাতা জনশক্তিতে রূপান্তরিত হবে। তাদের হাত ধরে রেমিটেন্সের স্বর্ণ যুগে প্রবেশ করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকের পাঁচ কোটি শিক্ষার্থী।
সিংড়া উপজেলার গোল ই আফরোজ সরকারি কলেজ মাঠে আনুষ্ঠিত মেলার দেশের ১৬টি আইটি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।
মেলায় উপজেলার ১১টি কলেজ ও সাতটি আলিম মাদ্রাসার সাড়ে তিন হাজার চাকরি প্রার্থী শিক্ষার্থী আইসিটি বিভাগের মাধ্যমে রেজিস্ট্রেশন করে চাকরির আবেদন করেছেন।
আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে সাড়ে তিনশ শিক্ষার্থীকে তাঁদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেবে অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলো।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের ফ্রিল্যান্সিং শাখার পরিচালক হুমায়ুন কবীর, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।