২৭ ঘণ্টা পর কুষ্টিয়া-রাজবাড়ী পথে ট্রেন
২৭ ঘণ্টা পর কুষ্টিয়া ও রাজবাড়ীর পথে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া রেলস্টেশন সংলগ্ন মিলপাড়ায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষের পর পাঁচটি বগি লাইনচ্যুত হয়। মেরামত শেষে আজ শনিবার বিকেল ৪টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহণ শাখার বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার দুপুর পৌনে ২টায় দুর্ঘটনাটি ঘটে। এরপর বিকেল ৫টায় উদ্ধারকাজ শুরু হয়। রেলের শতাধিক শ্রমিক-কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম করে একে একে পাঁচটি বগি উদ্ধার করে। এরপর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনগুলো মেরামত করা হলে বিকেল ৪টায় কুষ্টিয়া-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মালবাহী ট্রেনটির ২২টি বগি গমভর্তি ছিল। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুর যাচ্ছিল। ট্রেন দুর্ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটিও গঠন করে রেল কর্তৃপক্ষ। এ লাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন চলাচল করে।