দাম বৃদ্ধির কারণে গৃহকর্মীরা স্বর্ণালংকার নিয়ে যাচ্ছে
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বাসা থেকে গৃহকর্মীদের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ রোববার রায়ের পর্যবেক্ষণে এ কথা বলেন। রায়ে গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, সম্প্রতি রাজধানীতে গৃহকর্মী সেজে প্রতারণার ঘটনা প্রায়ই ঘটছে। মূলত অভিজাত এলাকাগুলো টার্গেট করে এসব প্রতারকচক্র তাদের কার্যক্রমের পরিকল্পনা করে। প্রতারকরা রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রুপে বাসায় ও মেসে কাজ করার নামে সুযোগ বুঝে কৌশলে টাকা-পয়সা-মোবাইল-ঘড়ি-স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস চুরি-চামারিসহ পরিবারের সদস্যদের অজ্ঞান বা হত্যা করে মালামাল নিয়ে চম্পট দেয়।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সম্প্রতি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বাসা থেকে গৃহকর্মীদের স্বর্ণালংকার বা মূল্যবান মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা বেড়েছে। প্রতারক চক্রে কয়েকজন সদস্যসহ একজন দলনেতা থাকে। দলনেতা প্রত্যেক সদস্যকে বাসা নির্দিষ্ট করে দেয়। প্রতারণা করে পাওয়া জিনিসপত্র বিক্রির টাকার একটি নির্দিষ্ট অংশ দলনেতাকে দিতে হয়।
আদালত বলেন, ফ্যামিলি বাসার সদস্যদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে বা শ্বাসরোধ করে হত্যা করে প্রতারক চক্রটি। বাসাবাড়িতে গৃহকর্মী সরবরাহ করার নামে প্রতারণা করে চলছে কিছু প্রতিষ্ঠান। নামসর্বস্ব ওই সব গৃহকর্মী সরবরাহ প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে হয়রানির শিকার হচ্ছে রাজধানীবাসী। দারোয়ানের বা অন্যান্য লোকজনের চোখ এড়িয়ে ময়লার বালতি বা ব্যাগে বা বোরকা পরে বাসার মূল্যবান মোবাইল ফোন বা স্বর্ণালংকার বা টাকা-পয়সাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। রাজধানীসহ অন্যান্য জেলার বাসিন্দাদের এ বিষয়ে সচেতন ও সতর্ক হওয়া খুবই জরুরি।