মেহেরপুরে আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস হস্তান্তর
এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের তৈরি করা ‘আর্সেনিক আয়রন রিমোভাল প্লান্ট’ মেহেরপুরের সুবিধাভোগীদের কাছে হাস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্লান্ট হস্তান্তর করা হয়।
আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে ইউনিসেফের সহযোগিতায় মেহেরপুর জেলা সদর ও গাংনী উপজেলায় ৫১ টি প্লান্ট নির্মাণ করেছে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক।
হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শাচি ছান, প্রকেক্ট ম্যানেজার ডক্টর শামীম উদ্দীন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ। এ ছাড়া নিরাপদ পানির উৎসের সুবিধাভোগী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন।