লক্ষ্মীপুরে সাংবাদিকের বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ২
লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে মানবজমিন ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্বাস হোসেনের বাড়িতে দুই দফা সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার যাদৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন আব্বাস হোসেনের মা নাজমা বেগম ও তাঁর ছোট ভাই লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত আরেক ছোটভাই সোহেলসহ চারজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে মাদক ব্যবসায়ী সেলিমের নেতৃতে ১০-১২ জনের একদল লোক অস্ত্রসহ মোটরসাইকেলে করে আব্বাস হোসেনের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা সাংবাদিকের ছোট ভাই সোহেলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। সোহেল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাঁকে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় সোহেলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা।
পরে রাতেই দুর্বৃত্তরা আব্বাস হোসেনের বাড়িতে আরেক দফা সশস্ত্র হামলা চালায়। এ সময় আব্বাস হোসেনের মা-নাজমা বেগম ও জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। এ ছাড়া বাবা আবু তাহের, কলেজ পড়ুয়া বোন রীমা আক্তার, ভাই সোহেল ও অন্য এক স্বজন আহত হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় লক্ষ্মীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জোর দাবি জানান তাঁরা।