স্টার জলসা দেখা নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা
টাঙ্গাইল পৌর শহরের কলেজপাড়া এলাকায় ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসায় সিরিয়াল দেখা নিয়ে সুমি আক্তার (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে কলেজপাড়ার বাসিন্দা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীমের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সুমি আক্তার ভূঞাপুর উপজেলার বাহাদিপুর গ্রামের লিটু সরকারের স্ত্রী।
টাঙ্গাইল সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, বিকেলে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীমের বাসার ভাড়াটিয়া শাহাজাদির ঘরে টিভি দেখতে যান পাশের ঘরের ভাড়াটিয়া সুমি আক্তার ও রিনা বেগম। এ সময় ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুমিকে পিটিয়ে গুরুতর আহত করেন রিনা বেগম। পরে গুরুতর আহত অবস্থায় সুমি আক্তারকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রিনা বেগমকে (২৩) আটক করেছে সদর থানার পুলিশ।