চুয়াডাঙ্গায় গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অধিবেশন
চুয়াডাঙ্গায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন খুলনা অঞ্চলের সপ্তম আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় স্থানীয় শ্রীমন্ত টাউন হলে বেলুন উড়িয়ে অধিবেশনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
গার্ল গাইডসের খুলনা অঞ্চলের আঞ্চলিক কমিশনার মৌছুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কমিশনার হানুফা খাতুন। এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. রশীদুল হাসান, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন প্রমুখ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার গার্ল গাইডসের সদস্যরা অংশগ্রহণ করে।