গাংনীতে ফেনসিডিলসহ মাইক্রোবাস জব্দ
মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ২০০ বোতল ফেনসিডিলবোঝাই একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সাহেবনগর সড়ক থেকে মাইক্রোবাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় এর চালক ও মাদক ব্যবসায়ীরা।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, ভোরে তিনি ডিবির একটি দল নিয়ে কাজীপুর এলাকায় অভিযানে যাচ্ছিলেন। তাঁরা বামন্দী-কাজীপুর সড়কের সাহেবনগর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ৫১-৩৩৩৩) ফেলে চালকসহ এর কয়েকজন আরোহী পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।মাইক্রোবাসটি আটক করে এর মালিক ও চালকসহ মাদক ব্যবসায়ীদের সন্ধান করা হচ্ছে।
ডিবির ওসি আরো জানান, এখন পর্যন্ত পাওয়া খবরে এটি বামন্দী এলাকার এক ব্যক্তির মাইক্রোবাস বলে জানা গেছে। মালিক ও চালকের পরিচয় নিশ্চিত হয়ে তাঁদের নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।