ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে শহরের অগ্নিবীণা সড়কের একটি চারতলা ভবনে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ দমকল বাহিনীর লিডার অধীর কুমার এনটিভি অনলাইনকে জানান, অগ্নিবীণা সড়কের একটি ভবনের পাশ দিয়ে ১১ হাজার কেভি বিদ্যুতের লাইন চলে গেছে। আজ দুপুরে ওই ভবনের চারতলায় বসবাসকারী গোলাম সরোয়ারের স্ত্রী নাজমা বেগম বারান্দায় ভেজা কাপড় নাড়তে যান। এ সময় একটি কাপড় বিদ্যুতের তারে ওপরে গিয়ে পড়ে। এ সময় তিনি একটি জিআই পাইপ দিয়ে ওই কাপড় তোলার চেষ্টা করেন। এ সময় সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরে আগুন ধরে যায় এবং দগ্ধ হয়ে মারা যান তিনি।
সে সময় ভবনে আগুন দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা নিহতের লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পল্লী উন্নয়ন বোর্ড জেলা শহরে নতুন করে বিদ্যুৎ লাইন তৈরি, সংস্কার ও মেরামত করেছে। এ সময় গাছপালা ও বাসাবাড়ির দেয়াল ঘেঁষে এবং বিশাল বিশাল গাছের ডালের মাঝ দিয়ে উচ্চ ক্ষমতার বিদ্যুতের তার ঝোলানো হয়েছে। এতে করে প্রতিনিয়তই বিদ্যুতের তারে আগুন ধরে দুর্ঘটনা ঘটছে। প্রাণহানির সংখ্যা বাড়ছে। গ্রাহকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় বিষয় খতিয়ে দেখার দাবি তুলেছেন এলাকাবাসী।