মামলায় সাক্ষ্য দিতে এসে হামলার শিকার
ছিনতাই মামলায় কুমিল্লার একটি আদালতে সাক্ষ্য দিতে এসে আসামিদের হামলায় আহত হয়েছেন বেসরকারি মোবাইল ফোন কোম্পানির পরিবেশক খোরশেদ আলম। আজ বুধবার দুপুরে জেলা আদালতের পশ্চিম গেটে এ ঘটনা ঘটে।
জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মুজিবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ২০০৭ সালে কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর এলাকায় মোবাইল ফোন কোম্পানি রবির বিক্রয় প্রতিনিধির কাছ থেকে নগদ চার লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই মামলার সাক্ষী হিসেবে রবি মোবাইল ফোনের কুমিল্লার পরিবেশক খোরশেদ আলম আজ দুপুরে কুমিল্লা আদালতে সাক্ষ্য দেন।
সাক্ষ্য দিয়ে কর্মস্থল শহরের ঝাউতলায় যাওয়ার পথে আদালতের পশ্চিম গেটে ছিনতাই মামলার আসামি জোবায়ের ও বাচ্চুর নেতৃত্বে কোর্ট পুলিশের সামনেই খোরশেদ আলমের ওপর হামলা চালানো হয় এবং তাঁর পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন আইনজীবী।
ঘটনার পরপরই আহত খোরশেদ আলম বিষয়টি সংশ্লিষ্ট আদালতের বিচারককে জানান। বিচারক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশনা দেন।
পরে পিপির বাসায় খোরশেদ আলমের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।