এনটিভি চেয়ারম্যানের মুক্তির দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ (জাশিপ)।
আজ রোববার জাশিপের সভাপতি প্রফেসর ড. মো. রেজাউল করিম ও মহাসচিব মো. খসরুল আলমের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।
বিবৃতিতে বলা হয়েছে, একের পর এক টিভি চ্যানেল বন্ধ করে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করছে জাশিপ। এই গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতাকে বিনষ্ট করার অশনিসংকেত বলে আশঙ্কা করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই অংশটি। দমনপীড়ন ও নির্যাতন থেকে বেরিয়ে এসে সুস্থধারার রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য গণমাধ্যমকে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা।