ধর্মমন্ত্রীর ভাইয়ের আগ্নেয়াস্ত্র সিআইডির পরীক্ষাগারে
গোলাগুলির ঘটনায় ধর্মমন্ত্রীর ছোট ভাই আফাজ উদ্দিন সরকারের নিবন্ধনকৃত অস্ত্র ও গুলি ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। একই সঙ্গে যুবলীগকর্মী শাহিনুর ইসলামের অস্ত্র ও গুলিও পাঠানো হয়েছে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানান।
মুশফিকুর বলেন, জব্দকৃত অস্ত্র ও গুলি ফরেনসিক প্রতিবেদনের জন্য পরীক্ষাগারে পাঠানোর অনুমতি চেয়ে ২৫ মে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবীবের আদালতে আবেদন করেন তিনি। আদালত ক্ষমতাপত্রসহ অনুমতি দেন। পরদিন ২৬ মে অস্ত্র ও গুলি ঢাকায় সিআইডি অফিসের ফরেনসিক বিভাগের আগ্নেয়াস্ত্র শাখায় পাঠনো হয়। তবে এ প্রতিবেদন কবে পাওয়া যাবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
গত ২ মে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকায় আফাজ উদ্দিন সরকার ও যুবলীগকর্মী শাহিনুর ইসলামের গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। ওই সময় শাহিনুর ইসলামের সমর্থক বলে পরিচিত মস্তু নামের এক বালুশ্রমিক গুলিবিদ্ধ হন। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ২২টি শটগানের খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার জের ধরে ২১ মে আফাজ ও শাহিনুরের লাইসেন্সকৃত শটগান দুটি গুলিসহ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে এসআই মুশফিকুর রহমান জানান, আফাজ উদ্দিন সরকারের লাইসেন্স করা শটগান ও ৪৮টি গুলি এবং শাহিনুর ইসলামের শটগান ও ৯৭টি গুলি তাঁদের বাসা থেকে জব্দ করা হয় ।
ওই সময় আফাজ উদ্দিন সরকার এনটিভি অনলাইনকে বলেছিলেন, তিনিও চান, কার অস্ত্র থেকে নিক্ষিপ্ত গুলির খোসাগুলো বের হয়েছে, তা পুলিশ বের করুক। তিনি এ-ও বলেন, অস্ত্র কেনার পর একটি গুলিও খরচ করেননি। ওই সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছিলেন।