বিদ্রোহীর পক্ষে টাকা দিচ্ছেন সাংসদ, অভিযোগ আ. লীগের প্রার্থীর
পিরোজপুরে জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহ আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন সংসদ সদস্য সভাপতি এ কে এম এ আউয়াল।
আজ মঙ্গলবার দুপুর ২টায় পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শাহ আলম এ অভিযোগ করেন।
শাহ আলম বলেন, ‘পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি ও এ কে এম এ আউয়াল আইনের কোনো রকম তোয়াক্কা না করে এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্যদের ডেকে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহারাজের পক্ষে টাকাসহ উপঢৌকন দিচ্ছেন, যা সম্পূর্ণ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। আর যারা সেই টাকা নিতে বা উপঢৌকন নিতে চাচ্ছে না তাদের আবার বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে।’
আওয়ামী লীগের প্রার্থী বলেন,এ ব্যাপারে তিনি জেলা রিটার্নিং অফিসারসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার।