মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ১৫
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুল আহসান জানান, ঢাকাগামী বিআরটিসি পরিবহনের সঙ্গে পাটুরিয়াগামী মামুন পরিবহনের একটি বাসের সংঘর্ষে ১৫ বাসযাত্রী আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহত ব্যক্তিদের উদ্ধার করে মুন্নু হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।