নোয়াখালী জজকোর্টের ছাদে ককটেল বিস্ফোরণ
নোয়াখালী জেলা জজকোর্টের ছাদে আজ রোববার দুপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই ভবনে বিচারকাজ চলছিল।
কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, দুপুর পৌনে ১২টায় দোতলা ভবনের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব ঘটনায় জড়িতদের আটক করব।’