আ. লীগের দুজনকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আবদুস সামাদ এ ফলাফল ঘোষণা করেন।
আতাউর রহমান আতা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেলা কমিটির সভাপতি সৈয়দ শামস্-উল-আলম হিরু তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭০ ভোট। বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক কাপ পিরিচ প্রতীক নিয়ে ৩০৬ ভোট পেয়েছেন।
আজ সকাল ৯টা থেকে জেলার ১৫ কেন্দ্রে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন এক হাজার ১১৭ জন ভোটার। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্য পদে ৬৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।