বরগুনা টিভি সাংবাদিক ফোরামের নেতৃত্বে সোহেল-সালেহ
বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০১৭ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সোহেল হাফিজ। সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের প্রতিনিধি আবু জাফর মো. সালেহ।
এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে মোহনা টিভির জাফর হোসেন হাওলাদার, সহসভাপতি এসএ টিভির মো. নূরুজ্জামান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একুশে টিভির জয়দেব রায়, সাংগঠনিক সম্পাদক পদে আরটিভির বরগুনা (উত্তর) প্রতিনিধি ফেরদৌস খান ইমন এবং অর্থ সম্পাদক পদে বাংলাভিশন ও ঢাকা ট্রিবিউনের তরিকুল ইসলাম রিয়াজ নির্বাচিত হন।
আজ শুক্রবার বিকেলে বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন মিরাজ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল, লোকবেতার স্টেশন ম্যানেজার সাংবাদিক মনির হোসেন কামাল, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মুশফিক আরিফসহ বরগুনা প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা।
পেশাগত নিরাপত্তার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উৎকর্ষ সাধনের জন্য ২০১২ সালের ১৮ জুলাই বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠিত হয়।