আশুগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র ছাই
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সোহাগপুর গ্রামের বক্সবাড়ির আবদুল আলিমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সময়মতো না পৌঁছালে আরো বড় ধরনের ক্ষতি হতে পারত। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত আবদুল আলিম দাবি করেন, ঘর ও আসবাবপত্র মিলে তাঁর আট থেকে নয় লাখ টাকার ক্ষতি হয়েছে।