ট্রাকচাপায় প্রাণ গেল দুই ব্র্যাক কর্মকর্তার
পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকচাপায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মোটরসাইকেল আরোহী দুই কর্মী নিহত হয়েছেন। এঁরা হলেন সাঁথিয়া ব্র্যাক কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার মুক্তা খাতুন (৩০) ও সীমা খাতুন (২৮)। এ সময় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে সাঁথিয়া পৌর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তা ফরিদপুরের বুনাইনগর দক্ষিণপাড়ার মাহবুব আলীর স্ত্রী। তাঁর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া প্লাবন (১০) নামে এক ছেলে রয়েছে। আর সীমা নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের সুজাউদ্দৌলার স্ত্রী।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মাহমুদ খান জানান, সাঁথিয়া থেকে তিন ব্র্যাককর্মী একটি মোটরসাইকেলে করে পাবনা যাচ্ছিলেন। বেড়া-সাঁথিয়া সড়কের সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়সংলগ্ন সেতুর ওপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মুক্তা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা সীমা ও মোটরসাইকেলচালক হযরতকে (৩৬) সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সীমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পাবনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হলে সিরাজগঞ্জের শাহজাদপুরে আসার পর তিনি মারা যান।
ওসি শহীদ মাহমুদ আরো জানান, এ ঘটনায় আতাইকুলা উপজেলার রঘুনাথপুর গ্রামের ট্রাকচালক শাহীনকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।