রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাহাত আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ভেলুয়ার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও চারটি গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মিঠাপুকুর থানা পুলিশ জানায়, উপজেলার বালুয়া মাছুমপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রাহাতকে রোববার রাতে আটক করা হয়। তাঁকে সঙ্গে নিয়ে রাত ২টার দিকে অস্ত্র উদ্ধার করার সময় ভেলুয়ার সেতু এলাকায় গেলে রাহাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে রাহাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উপপরিদর্শক (এসআই) স্বপন সদস্য আহত হন বলে জানানো হয়েছে।
রাহাতের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাহাতের বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম হত্যাসহ ১০টি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।