একযুগ পর কুলাউড়া-শাহবাজপুরে রেল
ঘন ঘন দুর্ঘটনার কারণে ১৩ বছর আগে বন্ধ হয়ে যাওয়া মৌলভীবাজারের কুলাউড়া ও শাহবাজপুর রেলপথ পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৭ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এ রেলপথ সংস্কারকাজের উদ্বোধন করবেন। এ খবরে মৌলভীবাজারের বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এলাকায় চলছে মিছিল-সমাবেশ।
২০০২ সালের ৭ জুলাই কুলাউড়া ও শাহবাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত মঙ্গলবার জাতীয় অর্থনীতি কমিটি-একনেকে ৬৭৮ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন হয়। এরপর রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ শাহাব উদ্দিন, রেলমন্ত্রী মুজিবুল হক, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীকে অভিনন্দন জানিয়ে পৌর শহরে আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, এ অঞ্চলের জনগণের বহুল প্রত্যাশিত রেললাইনটি তৎকালীন বিএনপি সরকার বন্ধ করে দেয়। রেললাইনটি একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।
উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান আকবর আলী জানান, প্রায় পাঁচ বছর আগে একনেকের বৈঠকে কুলাউড়া-শাহবাজপুর লাইনে ট্রেন চালুর প্রকল্প অনুমোদন হয়। এ খবরে তখন বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও বিয়ানীবাজার উপজেলার প্রায় সাত লাখ মানুষ আনন্দ-উল্লাস করে। কিন্তু পরবর্তী সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় জনগণের আনন্দ নিরানন্দে পরিণত হয়। ট্রেন চালুর এবারের আনন্দ যেন ফিকে হয়ে না যায়। দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চালুর প্রকল্প যেন বাস্তবায়িত হয়।
এদিকে এ রেলপথ পুনরায় চালুর খবরে মঙ্গলবার রাত থেকে বড়লেখা পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করে। পরদিন বুধবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারে অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল ও সমাবেশ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন আলমের পরিচালনায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন আহমদ, আতিকুল ইসলাম মুক্তা, ইউপি যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা জাকের হোসেন প্রমুখ।
বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা ছাত্রলীগ কুলাউড়া শহরে এক আনন্দ মিছিল বের করে। উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের নেতৃত্বে মিছিলে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া পাভেল, তায়েফ মো. নিয়াজুল ইসলাম, এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ, সজীব আহমদ চৌধুরী, সুদীপ্ত চৌধুরী সত্যম প্রমুখ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগ আনন্দ মিছিল করে। মিছিলটি কুলাউড়া রেলওয়ে প্লাটফর্মসহ কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। মিছিলে জাতীয় শ্রমিক লীগ, রেল শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও হোটেল শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ নেন। আনন্দ মিছিলে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর উদ্দিন, আওয়ামী লীগ নেতা তৈমুছ আলী, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কার্যকরী সভাপতি গেদু মিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, হোটেল শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।