লক্ষ্মীপুরে বাসে ডাকাতি, চালক ও সহকারী আটক
চট্টগ্রাম থেকে আসা লক্ষ্মীপুরের রামগতিগামী বৈশাখী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার কমলনগর উপজেলার করুণানগর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক ও চালকের সহযোগীকে পুলিশে সোপর্দ করেছে বাসযাত্রীরা।
বাসযাত্রী শাহিনুর বেগম জানান, নৈশকোচ বৈশাখী পরিবহনের বাসটি রাত ১১টার দিকে ১৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। গাড়িটি কাউন্টার থেকে বের হলে বন্ধু পরিচয়ে আরো দুই যাত্রীকে চালকের সহযোগী বাসে ওঠায়।বাসটি ফেনীতে পৌঁছার আগে ওই দুজন এবং যাত্রীবেশী ১০ জন ডাকাত অস্ত্রের মুখে অন্য যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। ডাকাতি শেষে চালক ও চালকের সহযোগীর মাধ্যমে ডাকাতদল বাস থেকে নেমে যায়। ভোরে বাসটি জেলার কমলনগর উপজেলার করুণানগর এলাকায় পৌঁছালে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চালক ফরিদ (৩২) ও ফরিদের সহযোগী মফিজকে (২৪) আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’