আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু
পাবনার সাঁথিয়া উপজেলায় আজ শুক্রবার আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নূর হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নূর হোসেন (৫০) উপজেলার পাগলা গ্রামের মৃত বয়েন মোল্লার ছেলে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার সন্ধ্যায় নূর হোসেন তাঁর বাড়ির গাছে আম পাড়তে উঠলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে নূর হোসেনের মৃত্যু হয়।