মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধে দুজনকে গুলি করে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে দুজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।
আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার আধরা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের ফয়েজ মিজি (৩৫) ও তাঁর ভগ্নিপতি মোহন বেপারী (৪৮)।
জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) মোহাম্মদ এমদাদ এনটিভিকে জানান, গ্রামের দুই চাচাতো ভাই উজ্জ্বল মিজি ও মমিন মিজির মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে উজ্জ্বল মিজির লোকজন মমিন মিজির সমর্থক ফয়েজ মিজি ও তাঁর ভগ্নিপতি মোহন বেপারীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে।
পুলিশ ফয়েজের লাশ উদ্ধার করেছে। রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এএসপি ।
অন্যদিকে রাত সোয়া ১০টার দিকে সদর জেনারেল হাসপাতালে আনার পর মোহন বেপারী মারা যান বলে এনটিভিকে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ কাইয়ুম।