নোয়াখালীতে পাঁচ গাড়িতে আগুন
নোয়াখালী শহর ও সেনবাগ উপজেলায় চারটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের কাছে সন্ধ্যা ৭টার দিকে সেবারহাট-নবীপুর সড়কে বালুবাহী একটি ট্রাকে ও তিনটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে নোয়াখালী শহরের মাইজদী বাজার হাজি বাড়ির কাছে একটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। তবে উভয় স্থানে পুলিশ যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত একদল দুর্বৃত্ত জয়নগর উচ্চবিদ্যালয়ের কাছে তিনটি অটোরিকশা ও একটি ট্রাকে আগুন দেয়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, হাজি বাড়ির কাছে অটোরিকশায় আগুন দেওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভান। আগুনে অটোরিকশাটির সামান্য ক্ষতি হয়। তবে এ ঘটনায় দুর্বৃত্তদের কাউকে আটক করা যায়নি।