আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাবনার চাটমোহর উপজেলায় আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা বউবাজার এলাকায় আজ শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার কাটেঙ্গা মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শিখা (৭) ও কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের ভুট্টু প্রামাণিকের মেয়ে আরিফা (৬)।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশু দুটি উপজেলার বউবাজার এলাকায় তাদের নানা ছামু প্রামাণিকের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে হালকা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলে শিখা ও আরিফা বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায়। কিন্তু অনেকক্ষণ পরেও তারা বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান তোতা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।