ময়মনসিংহে অস্ত্রসহ তিন আদিবাসী যুবক আটক
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব তিন যুবককে আটক করেছে। র্যাবের দাবি, অস্ত্র কেনার ফাঁদ পেতে তাদের আটক করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামীণ টাওয়ারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলো উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের অনি চিসিম (১৯), কালিয়ানীকান্দা গ্রামের থাংসু রিছিল (১৮) এবং পলাশতলা গ্রামের ইফুইম মৃ (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া ময়মনসিংহ র্যাব ১৪-এর স্পেশাল টিমের সদস্য সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।